মূল পাতা মুসলিম বিশ্ব জি এম কাদেরের সঙ্গে এবি পার্টির নেতাদের সাক্ষাৎ
রহমত ডেস্ক 24 July, 2022 08:48 PM
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ (২৪ জুলাই) রবিবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয় মিলনায়তনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুসহ এবি পার্টির নেতাদের স্বাগত জানান জাপা চেয়ারম্যান।
জিএম কাদের বলেন, মধ্যপন্থার রাজনীতির প্রতি অধিকাংশ জনগণের সমর্থন থাকায় বিশ্বব্যাপী মধ্যপন্থীরাই রাষ্ট্রের কল্যাণে বেশি ভূমিকা রেখেছে। নির্বাচন অর্থবহ করার জন্য ও নির্বাচনে কারচুপি দূর করার জন্য আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচন ব্যবস্থা চালুর বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
সভায় জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, এ টি ইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এবি পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া, বি এম নাজমুল হক, সিনিয়র সহ-সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, এ বি এম খালিদ হাসান, আমিনুল ইসলাম, আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর আলতাফ হোসাইন, সহ-সদস্য সচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু রাইয়ান রনি।